Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ জুলাই, ২০১৬ ২৩:৩০
মুক্তিযোদ্ধা হত্যা ঘটনায় গণশুনানি
জামালপুর প্রতিনিধি

জামালপুরে জিআরপি পুলিশের নির্যাতনে মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জংশন স্টেশনে গতকাল গণশুনানি গ্রহণ করেন মুক্তিযোদ্ধা হত্যায় গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন। উল্লেখ্য, গত ১১ জুলাই জামালপুর জংশন স্টেশনে জিআরপি পুলিশের নির্যাতনে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আবদুল বারিকের মৃত্যু হয়। এ ঘটনায় জিআরপি থানায় মামলা হয় ওসি গৌরচন্দ্র মজুমদারসহ পাঁচজনের বিরুদ্ধে। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনকে প্রধান করে গঠিত হয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

এই পাতার আরো খবর
up-arrow