Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২১ জুলাই, ২০১৬ ০২:৫৪
‘আইএস কুয়াকাটা’ নিয়ে তোলপাড়
পটুয়াখালী প্রতিনিধি

‘আইএস কুয়াকাটা’ নামে বাংলায় লেখা একটি ফেসবুক আইডি সন্ধান পাওয়ার খবরে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় তোলপাড় চলছে। সম্প্রতি গুলশানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় গুলিতে নিহত এক জঙ্গির ছবি ব্যবহার করে আইএস কুয়াকাটা আইডিটি চালানো হয়েছে। ফেসবুক ব্যবহারকারীরা আইডিটির সন্ধান পাওয়ার পর সাধারণ মানুষের মাঝে বিষয়টি জানাজানি হলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জেলাজুড়ে শুরু হয় তোলপাড়। বিষয়টি জানার পর খতিয়ে দেখছে পটুয়াখালী জেলা পুলিশ। ফেসবুকে এমন একটি আইডির সন্ধান পাওয়া গেছে বিষয়টি স্বীকার করেছেন পটুয়াখালী পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান। তিনি জানান, বিষয়টি আমরা দেখছি। ওই ফেসবুক আইডির বন্ধু তালিকা সংখ্যা ১ হাজার ১৫৭ জন। চলতি বছরের ২৩ জুন প্রথম পোস্ট দেখে মনে হচ্ছে আইডিটি ওই তারিখেই চালু করা হয় বলে ধারণা করা হচ্ছে। ঠিকানা গোপন থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানের স্থলে মহিপুর কো-অপারেটিভ হাইস্কুলের নাম উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠানটি পটুয়াখালীর মহিপুর থানায় কুয়াকাটা সংলগ্ন স্থানে অবস্থিত।

এই পাতার আরো খবর
up-arrow