শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বাঞ্ছারামপুর কলেজে আনন্দ উৎসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে অভিনন্দন জানিয়ে আনন্দ উৎসব করেছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। গতকাল সকালে কলেজ ক্যাম্পাস থেকে হাতি, ঘোড়া ও বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ র‌্যালি বের হয়। এতে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী। র‌্যালিটি কলেজ গেট থেকে বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজমাঠে এসে আলোচনা সভা করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবুল খায়ের দুলাল, কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহিম, বাঞ্ছারামপুর পৌরমেয়র খলিলুর রহমান, উপজেলা মহিলা লীগের সভানেত্রী হাসু ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, উপজেলা যুবলীগের সভাপতি সায়েদুল ইসলাম বকুল, সম্পাদক তফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক মো. সেলিম।

সর্বশেষ খবর