শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লায় ৪র্থ দিনেও আন্দোলনে ছাত্রীরা

কুমিল্লা প্রতিনিধি

চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুমিল্লার চান্দিনা মহিলা কলেজের ছাত্রীরা। সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কলেজের প্রধান ফটকে তালা দিয়ে কলেজ ক্যাম্পাসে একটানা অবস্থান করেন আন্দোলনকারীরা। চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে সকাল থেকেই আন্দোলনকারীরা কলেজে এসে জড়ো হয়।

বিএন খান ডিগ্রী কলেজ : নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, উজিরপুর উপজেলার বিএন খান ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। লাগাতার বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে আসছে ছাত্র-শিক্ষকরা। আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। খুব শিঘ্রই সর্বদলীয় কমিটি গঠন করে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর