শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

হবিগঞ্জে নৌকা ডুবে একই পরিবারের চারজনের মৃত্যু

বিভিন্ন স্থানে পানিতে ডুবে আরও ৪

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে নৌকাডুবে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে চার জেলায় এক পর্যটক ও তিন শিশুর প্রাণহানি ঘটেছে। কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে এক স্কুলছাত্র। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে একই পরিবারের তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে ধলেশ্বরী নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহতরা হলেন— কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত রমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ (১০) ও মেয়ে জান্নাত আরা (৮) এবং হক মিয়ার চাচাতো ভাই লুপ মিয়ার ছেলে সৌরভ (৮)। লাখাই থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেটের পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে বেড়াতে গিয়ে আনজুম আজিজ বাপ্পী নামে এক যুবক, শরীয়তপুর পৌরসভার নিলকান্দি গ্রামের ডোবায় চার বছরের শিশু হাবিবা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদীতে পড়ে টুনী আক্তার নামে এক কিশোরী, কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে মোতাহের হোসেন নামে শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পটুয়াখালীর কুয়াকাটা সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে প্লাবন নামে দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছেন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর