Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৩ জুলাই, ২০১৬ ০০:১৪
চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে শিশুসহ চারজন নিহত
প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হন ১০ জন। এ ছাড়া কুষ্টিয়া, ময়মনসিংহ ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে পাঁচজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুটি বাসের সংঘর্ষে শিশুসহ ঘটনাস্থলে তিনজন ও চিকিৎসাধীন একজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। গতকাল বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া : দৌলতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালকের সহকারীসহ দুজনের মৃত্যু হয়। আহত হন বাসচালকসহ ২৫ জন। কুষ্টিয়া-প্রাগপুর সড়কে কৈপাল এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— পাবনার ঈশ্বরর্দীর ব্যবসায়ী পলান ও দৌলতপুরের প্রাগপুর গ্রামের বাবু। আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়মনসিংহ : তারাকান্দা উপজেলার কাকনি নামক স্থানে গতকাল ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। নিহতরা হলেন— রফিকুল ইসলাম ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। আহতদের ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। দিনাজপুর : পার্বতীপুরে দিনাজপুর-রংপুর মহাসড়কের সাতকান্দর মোড়ে গতকাল বাসের ধাক্কায় শাহাজাহান আলী নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শাহাজাহান উপজেলার হাসিমপুর ফকিরপাড়ার শাহাবাজ আলীর ছেলে।

এই পাতার আরো খবর
up-arrow