শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

দেড় মাস পানিবন্দী

শ্রীপুর প্রতিনিধি

দেড় মাস পানিবন্দী

পানি মাড়িয়ে পথ চলছেন এলাকাবাসী

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেগুনবাড়ী এলাকার দুই হাজার মানুষ দেড় মাস ধরে পানিবন্দী। এরই মধ্যে ভেঙে পড়েছে অনেকের মাটির ঘর। বিদ্যালয়ে ঠিকভাবে যেতে পারছে না শিক্ষার্থীরা। গবাদিপশু নিয়ে ভোগান্তির শেষ নেই ক্ষতিগ্রস্তদের। সরেজমিনে ওই এলাকায় গেলে কয়েকজন পোশাকশ্রমিক বলেন, জলাবদ্ধতার কারণে রাতে বাসায় ফিরতে ভয় হয়। অনুমানের ওপর হাঁটতে গিয়ে প্রায়ই পা পিছলে পড়ে কাপড়-চোপড় ভিজে একাকার হয়ে যায়। স্থানীয় অশীতিপর আবদুল মোতালেব জানান, ‘জলাবদ্ধতার কারণে এলাকার মাটির তৈরি বসতঘর ভেঙে পড়ছে। বাড়ি থেকে গরু-ছাগল বের করতে পারি না। ঘরে পোকামাকড়, সাপ ঢুকছে প্রায়ই। আতঙ্কে দিন কাটছে।’ গৃহবধূ খাদিজা বেগম বলেন, ‘চুলায় পানি ঢুকে যাওয়ায় রান্না করতে পারি না। বাজার থেকে খাবার কিনে খেতে হয়।’ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ইজ্জত আলী ফকির বলেন, ‘আমি নিরুপায়। পানি সরানোর কোনো সুযোগ নেই। জলাবদ্ধতা চোখে দেখা ছাড়া এ মুহূর্তে কিছুই করার নেই।’ শ্রীপুর পৌরসভার প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, ‘বেগুনবাড়ীতে ড্রেনসহ একটি রাস্তা নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দও দেওয়া হয়েছে ১৯ লাখ টাকা। বর্ষার জন্য কাজ করা যাচ্ছে না। পানি নিষ্কাশনের উপায় বের করার চিন্তা আমাদের রয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর