শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

হাতিটির তদারকিতে ঢাকার বন কর্মকর্তারা

সিরাজগঞ্জ প্রতিনিধি

হাতিটির তদারকিতে ঢাকার বন কর্মকর্তারা

সিরাজগঞ্জের চরে আসামের হাতি

বন্যার পানিতে ভারত থেকে ভেসে আসা সেই বন্যহাতিটি তদারকির জন্য ঢাকার বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে অবস্থান করছে। শুক্রবার সকালে কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরছিন্না এলাকায় পৌঁছেছে চার সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক। এদিকে, প্রচুর দর্শকের কারণে হাতিটিকে নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খাচ্ছে বনবিভাগের কর্মকর্তারা। বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক শুক্রবার সন্ধ্যার আগে জানান, হাতিটিকে সার্বক্ষণিক তদারকির মধ্যে রেখেছি। হাতিটিকে কলাগাছ কেটে খাওয়ানো হচ্ছে। কিন্তু অতিরিক্ত মানুষের চাপের কারণে হাতিটি মাঝেমধ্যে উত্তেজিত হয়ে উঠছে। তিনি আরও জানান, ভারতীয় বনবিভাগের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাদের পক্ষ থেকে আজকালের মধ্যেই উদ্ধারকারীরা আসবে। উদ্ধারের পরই ভারতীয় বনবিভাগের কাছে হাতিটি হস্তান্তর করা হবে। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল হালিম জানান, হাতিটির জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া হাতিটিকে কেউ যাতে বিরক্ত না করে সাধারণ মানুষকে সচেতন করার সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর