শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পানিতে ডুবে পর্যটকসহ চারজনের মৃত্যু

কুয়াকাটায় সাগরে নেমে তরুণ নিখোঁজ

প্রতিদিন ডেস্ক

শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারের চকরিয়ায় পানিতে ডুবে তিন শিশু-কিশোরীর মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছেন এক তরুণ। প্রতিনিধিদের পাঠানো খবর— সিলেট : জেলার পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে বেড়াতে গিয়ে লাশ হলেন আনজুম আজিজ বাপ্পী নামে এক যুবক। গতকাল বিছানাকান্দি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাপ্পী সিলেট নগরীর সোবহানীঘাটে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। জানা যায়, শুক্রবার বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নদীতে সাঁতার কাটার সময় তলিয়ে যান বাপ্পি। এক ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। শরীয়তপুর : খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবায় পড়ে ডুবে মারা গেছে চার বছরের শিশু হাবিবা। শরীয়তপুর পৌরসভার নিলকান্দি গ্রামের ডোবা থেকে গতকাল শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। হাবিবা ওই গ্রামের কামরুল হাসানের একমাত্র মেয়ে। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামে বুড়ি নদীতে পড়ে টুনী আক্তার নামে এক কিশোরী মারা গেছে। টুনী কনিকাড়া নয়হাটির জুরুল হক মিয়ার মেয়ে। জানা যায়, শুক্রবার বিকালে বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় টুনী। স্থানীয়রা উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে মোতাহের হোসেন নামে শিশুর প্রাণহানি ঘটেছে। মোতাহের পালাকাটা ৭ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে। পটুয়াখালী : কুয়াকাটা সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে প্লাবন নামে এক দশম শ্রেণির ছাত্র নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। প্লাবনের বাড়ি মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্যুরিস্ট, নৌ-ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তত্পরতা চালাচ্ছিলেন।

সর্বশেষ খবর