শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এক পলক

রানা প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ

ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে জাতীয় পতাকা হাতে জাতীয় গার্মেন্টস শ্রকিম ফেডারেশন প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে। সমাবেশে বক্তব্য দেন আমিরুল হক আমিন, শাফিয়া পারভীনসহ অনেকে। তারা রানা প্লাজার মালিক সোহেল রানাসহ দোষীদের ফাঁসির দাবি জানান। সমাবেশ শেষে শ্রমিকরা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও এক মিনিট নীরবতা পালন করেন।—সাভার প্রতিনিধি

ব্যবসায়ীর বাড়িতে হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন রিপন মিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় রিপন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। গতকাল সকালে উপজেলার ত্রিশকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ‘এ ধরনের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’—রূপগঞ্জ প্রতিনিধি

জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মৌলবাদবিরোধী মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করীম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম তুষার, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন আকন্দ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ইকবাল প্রমুখ।

এদিকে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ।—কালিয়াকৈর প্রতিনিধি

স্কুলছাত্রের মরদেহ উদ্ধার  

কুমিল্লার নাঙ্গলকোটে নুরুল করিম রাব্বী নামে এক স্কুলছাত্রের মরদেহ গতকাল উপজেলা সদরের অদূরে ধলুয়া বাংলাবাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। রাব্বী ধলুয়াপাড়া গ্রামের নুরুল হকের ছেলে। রাব্বীর বাবা নুরুল হক জানান, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল রাব্বী। নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। —কুমিল্লা প্রতিনিধি

গজারিয়ায় দীর্ঘ যানজট

মেঘনা সেতুর উপর ট্রাক বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় গতকাল ছুটির দিন সকালে ঢাকা অভিমুখে সাত কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটেপড়া যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। চার ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে বিকল ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।—মুন্সীগঞ্জ প্রতিনিধি

ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জে তিন তলা ছাদ থেকে পড়ে তরিকুল শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকালে  জেলা শহরের চাঁদমারি রোডের নির্মাণাধীন  চার তলা ভবনে কাজ করতে গিয়ে তিনি পড়ে যান। তাকে তাত্ক্ষণিক গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের বাড়ি কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামে।—গোপালগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর