রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ভারতের হাতি নিয়ে বিপাকে বন বিভাগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

ভারতের হাতি নিয়ে বিপাকে বন বিভাগ

বানের পানিতে ভেসে আসা হাতি

বন্যার পানিতে ভারত থেকে ভেসে আসা বন্যহাতিটি নিয়ে বিপাকে বনবিভাগ ও স্থানীয় প্রশাসন। প্রায় এক মাস হাতিটি বাংলাদেশের বিভিন্ন এলাকা চষে বেড়ালেও এটি উদ্ধার করা সম্ভব হয়নি। এরমধ্যে হাতিটি বাংলাদেশের কয়েকটি জেলা ঘুরে ফসলের ক্ষতি করে গত মঙ্গলবার অবস্থান নিয়েছে সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল চরছিন্না এলাকায়। হাতির ভয়ে আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। শুক্রবার রাতেও এক বাড়িতে হানা দিয়ে ক্ষতি করেছে হাতিটি। জানা যায়, গত ২৬ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ভেসে আসে হাতিটি। পরে রৌমারী হয়ে বগুড়া ও জামালপুরে কয়েকটি এলাকা ঘুরে গত মঙ্গলবার অবস্থান নেয় সিরাজগঞ্জে। দীর্ঘ এ সময়ে হাতিটি মাঝেমধ্যে ব্রহ্মপুত্রের চরে আশ্রয় নিয়েছে। কখনো খাবারের জন্য ঢুকে পড়ছে লোকালয়ে। হাতিটি অজ্ঞান করার জন্য ট্যাংকুলাইজার মেশিনসহ বন বিভাগের চার সদস্যের একটি দল শুক্রবার চরছিন্না এলাকায় গেলেও তারা কোনো সুখবর দিতে পারেননি। প্রতিনিধিদলের প্রধান জানান, হাতিটি নিয়ে আমরাও বিপাকে। অজ্ঞান করলেও এটি বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। বিষয়টি ভারতের বনবিভাগকে জানানো হয়েছে। আগামীকাল তাদের প্রতিনিধি দল আসার কথা। কাজিপুর থানার ওসি জানান, হাতিটি যেন মানুষের ক্ষতি করতে না পারে সে জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর