রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

যত্রতত্র পাট জাগ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ উপজেলার নদী-নালা, খাল-বিল পুকুর ডোবাসহ বিভিন্ন জলাশয়ে যত্রতত্র সেকেলে পদ্ধতিতে পাট জাগ দেওয়া হচ্ছে। এতে পানি নষ্ট হয়ে তার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। একদিকে পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে অন্যদিকে দূষণ ক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মাছ। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, বদরগঞ্জের ২৫০ রিবনা মেশিনের ১৪৫টির ব্যবহার চলছে। এ বিষয়ে কৃষকদের ভাষ্য, রিবন রেটিং পদ্ধতি সম্পর্কে তারা কিছুই জানেন না। বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, সনাতন পদ্ধতিতে পাট জাগ দেওয়ার ফলে একদিকে পানি যেমন দূষিত হচ্ছে অন্যদিকে নদী-জলাশয়ের বিভিন্ন প্রজাতির দেশি মাছ বিলুপ্ত হচ্ছে। বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান জানান, রিবন রেটিং পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করা হচ্ছে।

সর্বশেষ খবর