Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

প্রকাশ : রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৩ জুলাই, ২০১৬ ২৩:১৬
জেলের জালে প্লাবনের লাশ
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটার সাগরে গোসল করতে নেমে নিখোঁজ মাগুরার কলেজছাত্র প্লাবন আহমেদের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে কুয়াকাটা সংলগ্ন সাগরের ১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নুরুজ্জামাল নামের মাছ ধরারত এক জেলের জালে প্লাবনের লাশ উঠে আসে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি মীর ফসিউর রহমান জানান, মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের মো. মোশারেফ হোসেনের ছেলে কলেজছাত্র প্লাবন তার বন্ধু নেওয়াজের সঙ্গে শুক্রবার দুপুরে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর শনিবার সকালে এক জেলের জালে তার লাশ উদ্ধার হয়।
এই পাতার আরো খবর
up-arrow