রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা
কোচিং না করায়

শিক্ষার্থীদের হল থেকে বের করে দিলেন শিক্ষক

আমতলী প্রতিনিধি

কোচিং না করায় বরগুনার আমতলী চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান কবির শিক্ষার্থীদের পরীক্ষার কক্ষ থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটে গতকাল সকালে। ছাত্র-ছাত্রীরা জানান, প্রধান শিক্ষক তাদের কোচিং করার জন্য চাপ দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবারও শিক্ষার্থীদের ডেকে কোচিং ক্লাসে আসার নির্দেশ দেন এবং যে কোচিংয়ে আসবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে শাসিয়ে দেন। শনিবার সকালে ছিল দশম শ্রেণির ভূগোল পরীক্ষা। শিক্ষার্থীরা পরীক্ষাকক্ষে ঢুকলে দশম শ্রেণির সাবিহা, লুনা, নাসরিন, জাহিদ, জাকারিয়া, তানজিলা, মাসুম বিল্লাহ, মেহেদী হাসান এবং অষ্টম শ্রেণির সাবিনা, শাকিল, সায়েম, সাব্বির, বনি, মহিমা, শারমিন, মেহেরুন্নেছা ও সজীবসহ ৩০/৩৫ জনকে পরীক্ষা না নিয়ে বের করে দেওয়া হয়। অপরাধ তারা প্রধান শিক্ষকের নির্দেশ মতে বৃহস্পতিবার রাতে কোচিং ক্লাসে আসেনি। আমতলী উপজেলা চেয়ারম্যান জানান, এ রকম একটি অভিযোগ পেয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর