Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৩ জুলাই, ২০১৬ ২৩:২৯
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম ফনে (৩৫) নামে এক বাংলাদেশি  নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিজিবি সদস্যরা সীমান্তের ১৭ নং মেইন পিলারের ১২৬ নং আর সি পিলারের কাছ থেকে লাশ উদ্ধার করেন। নিহত শহিদুল শার্শা উপজেলার পুটখালী গ্রামের সাফেদ আলীর ছেলে। ২১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আরিফুল হক জানান, বিজিবির পক্ষ থেকে গুলির প্রতিবাদ জানানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পোর্ট থানা পুলিশ যশোর মর্গে পাঠিয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow