রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ঝুলন্ত মাকে জড়িয়ে ধরে বাঁচল চাঁদনি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের আঙ্গারিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে নিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক মা। তবে ঝুলন্ত অবস্থায় মাকে জড়িয়ে ধরেই অল্পের জন্য মৃত্যু থেকে রক্ষা পেয়েছে শিশুকন্যা চাঁদনি আক্তার (৬)। নিহতরা হলেন মা শিউলি বেগম (৩০) ও তার চার বছরের সন্তান ইউসুফ। গতকাল বিকাল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিউলি বেগম ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। দেলোয়ার ঢাকায় ট্রাক চালান। বর্তমানে তিনি ট্রাকে মালামাল নিয়ে ভারতে আছেন। স্বামীর সঙ্গে অভিমান করেই শিউলি সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বেঁচে যাওয়া চাঁদনি আক্তার বলে, ‘দুপুরের পর বাবার সঙ্গে মায়ের ফোনে ঝগড়া হয়। একপর্যায়ে মা ফোনটি ভেঙে ঘরের বাইরে ফেলে দেয়। পরে রাগ করে ঘরের সব জিনিস ভাঙচুর করে। এরপর মা আমাকে ধরে জোর করে একটি টুলের ওপর দাঁড় করিয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। তখন আমি ভয় পেতে থাকি। একইভাবে আমার ছোট ভাই ইউসুফের গলায়ও ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে দেয় মা। এরপর মা নিজেও ওই ফ্যানে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগায়।’ শিশু চাঁদনি আরও বলে, ‘আমার গলায় ফাঁস আটকে যেতে লাগলে আমি মাকে জড়িয়ে ধরি। তখন আমার গলায় ফাঁস হালকা হয়ে যায়। চিৎকার শুরু করলে লোকজন আমাদের উদ্ধার করে। তবে ততক্ষণে আমার মা আর ভাই মারা যায়।’

সর্বশেষ খবর