রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মেটালেক্স করপোরেশন লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গতকাল কারখানার মূল ফটকে বিক্ষোভ করেছে। শ্রমিকরা জানান, ২০০২ সালে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন নিয়ন্ত্রাণাধীন মেটালেক্স কারখানার ৫১ শতাংশ সরকারি শেয়ার ক্রয় করেন জনৈক দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি। কিছুদিন পর কারখানাটি বন্ধ করে দেন তিনি। শ্রমিকরা তাদের ১৫ শতাংশ শেয়ারসহ অন্যান্য পাওনার দাবিতে হাইকোর্টে রিট পিটিশন করেন। হাইকোর্ট কারখানা মলিক দেলোয়ার হোসেনকে তিন মাসের মধ্যে সব পাওনা পরিশোধের নির্দেশ প্রদান করেন।

গতকাল কারখানা ফটকে বকেয়ার দাবিতে সমাবেশে আবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সেক্রেটারি অ্যাড. জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. ওয়াজির মোহাম্মদ, মো. মতিউর রহমান ও শহিদুজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর