Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৪ জুলাই, ২০১৬ ২৩:১৫
সিলেটে বাসচাপায় তিনজন নিহত
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বাসচাপায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শহরতলির লামাকাজি বাজারে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— জালালাবাদ থানার কালারুকা গ্রামের আরশ আলীর ছেলে সালেহ আহমদ (১২), আউশা গ্রামের মনু মিয়ার ছেলে শামীম আহমদ (২২) ও অটোরিকশা চালক সুনামগঞ্জের ছাতক উপজেলার সুতারকালি গ্রামের আবদুল মালিকের ছেলে মামুন মিয়া (২০)। পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস সিলেট অভিমুখে যাওয়ার পথে লামাকাজি বাজারে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সালেহ ও অটোচালক মামুন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় শামীম আহমদের। সিরাজগঞ্জে সাবেক যুগ্ম-সচিবসহ আহত ৪ : সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, কামারখন্দে বাস-প্রাইভেট কার সংঘর্ষে সাবেক যুগ্ম-সচিবসহ চারজন আহত হয়েছেন। উপজেলার মাহমুদপুর সীমান্ত বাজার এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— সাবেক যুগ্ম-সচিব বগুড়া জেলার বাসিন্দা গুল আফরোজ (৬২) ও ডিপজল বাসের হেলপার জহুরুল ইসলাম। অপর দুজনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ও বাকিদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow