সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

তীব্র স্রোতে ফেরি চলাচলে বিঘ্ন, দীর্ঘ যানজট

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট

মাদারীপুর প্রতিনিধি

পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীব্র স্রোতে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। স্রোতের তোড়ে দুটি রো রো ফেরি গতকাল মাঝ নদীতে ডুবোচরে আটকে পড়ার পর উদ্ধার করা হয়। তবে এখনো এ রুটে ছয়টি ফেরি বন্ধ রয়েছে। ফেরি চলাচলে অচলাবস্থার কারণে উভয় ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা যায়, পদ্মায় পানি বেড়ে যাওয়ায় কয়েকদিন ধরে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে তীব্র স্রোত দেখা দেয়। স্রোতের কারণে ফেরি, লঞ্চসহ অন্য নৌযান পদ্মা পাড়ি দিতে হিমশিম খাচ্ছে। ফলে দুই দিন ধরে ছয়টি ডাম্ব ফেরি বন্ধ রয়েছে। গতকাল বিকাল পর্যন্ত কাওড়াকান্দি ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষা ছিল বলেও জানায় সূত্রটি।

কাওড়াকান্দি ঘাটে বিআইডব্লিউটিসি ম্যানেজার ছালাম মিয়া জানান, নদীতে তীব্র স্রোতের কারণে ডাম্ব ফেরিগুলো চলাচল করতে পারছে না। অন্য ফেরিগুলো চলছে দীর্ঘ সময় নিয়ে। এর ফলে উভয় ঘাটে সৃষ্টি হয়েছে যানজট।

সর্বশেষ খবর