শিরোনাম
সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

শালিসে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

প্রতিদিন ডেস্ক

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মৌলভীবাজারে খুন হয়েছেন এক গৃহবধূ। এ ছাড়া দিনাজপুর ও মাদারীপুরে উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর— ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে শালিস বৈঠকে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু তাহের কালু (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার বিকালে উপজেলার বাগানবাড়ী স্কুলমাঠে। এলাকাবাসী জানায়, একান্নপুর গ্রামের আবু তাহের ও তার ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তি করতে শনিবার স্থানীয় মেম্বারের নেতৃত্বে শালিস বৈঠক বসে। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু তাহের গুরুতর আহত হন। পীরগঞ্জ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলায় মৃর্ত্তিঙ্গা চা বাগানে স্বামীর কুড়ালের আঘাতে গৃহবধূ রমণী তাঁতি খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের মাদ্রাজি টিলায় গতকাল এ ঘটনা ঘটে। রমণী মাদ্রাজি টিলার শ্রমিক বস্তির হরিকিশোর তাঁতির স্ত্রী।

দিনাজপুর : শহরতলির মানিক পীর এলাকা থেকে অটোবাইক চালকের বস্তাবন্দী লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। নিহত চালক লাবু (১৬) দিনাজপুর শহরের গোলাপবাগ লেবুর মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। মাদারীপুর : কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা গ্রামের লঞ্চঘাটের পাশে আরিয়াল খাঁ নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় একটি লাশ গতকাল উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে কালকিনি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আড়াইহাজারে অজ্ঞাত লাশ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইলমদীর চকের একটি খেত থেকে গতকাল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরনে রয়েছে জিন্সের প্যান্ট ও নীল রঙের ফুল শার্ট। পুলিশের ধারণা ২/৩ দিন আগে মরদেহ কে বা কারা এখানে ফেলে রেখে গেছে।

সর্বশেষ খবর