Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৪ জুলাই, ২০১৬ ২৩:১৮
ভোলায় পাঁচ দফা দাবিতে জেলেদের মানববন্ধন
ভোলা প্রতিনিধি

মেঘনা ও তেতুলিয়া নদীতে নির্বিঘ্নে মাছ ধরার জন্য গডফাদার উচ্ছেদ, ভিজিএফ বিতরণে অনিয়ম-দুর্নীতি বন্ধ করা, জেলেদের জন্য জীবন বীমা চালু করাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ভোলার জেলে সমিতি। বাংলাদেশ ক্ষুদ্র মত্স্যজীবী জেলে সমিতি ভোলা জেলা শাখার উদ্যোগে রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসূচি পালিত হয়। সমিতির ভোলা জেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে তিন শতাধিক জেলে অংশ নেন। পরে তারা জেলা প্রশাসক ও জেলা মত্স্য কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করেন।

এই পাতার আরো খবর
up-arrow