সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পুলিশের ভয়ে পানিতে ঝাঁপ, এক দিন পর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

কালীগঞ্জে বিল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সোলাইমান মোল্লা (৫৫)। তিনি কালীগঞ্জ উপজেলার গোয়ালিয়াবাড়ী রয়েন গ্রামের হাসিম উদ্দিনের ছেলে। পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি এলাকাবাসীর। পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। কালীগঞ্জ থানার ওসি জানান, ওই এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালালে অপরাধীরা পালিয়ে যায়। ওই ঘটনায় কেউ মারা যায়নি।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের ফালাইনা মিয়ার টেকে শুক্রবার বিকালে জুয়ার আসর চলছিল। তখন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) এম এ হকের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশ সেখানে হানা দেয়। জুয়ার আসর থেকে তিনজনকে আটক করলেও পুলিশের ভয়ে পালাতে গিয়ে দুজন পাশের নাওয়ানের বিলে ঝাঁপ দেন। পরে একজন সাঁতরে তীরে উঠতে পাড়লেও অপর ব্যক্তি সোলাইমান নিখোঁজ থাকেন। রাতভর বিভিন্ন স্থানে খুঁজেও স্বজনরা তার সন্ধান পায়নি। পরদিন স্থানীয় লোকজন মাছ ধরতে গিয়ে বিলের পানিতে সোলাইমানের লাশ ভাসতে দেখেন। এ ঘটনায় নিহতের স্ত্রী জবেদা থানায় অপমৃত্যু মামলা করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তার স্বামী মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার বিকালে বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।

সর্বশেষ খবর