মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ছাত্র-শিক্ষকসহ পাঁচ জেলায় পাঁচ লাশ

প্রতিদিন ডেস্ক

রাজবাড়ীতে মাদ্রাসাছাত্র, দিনাজপুরে স্কুলশিক্ষক, নীলফামারীতে নারী শ্রমিক, ফরিদপুরে যুবক ও গাজীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজবাড়ী : নিখোঁজের তিন দিন পর সোমবার সকালে জেলার সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা বিল থেকে রাব্বি (১২) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই উপজেলার খানাখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মৃত মোহাম্মদের ছেলে।  সে মরডাঙ্গা ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। পাচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে তার নানা বাড়িতে থেকে সে পড়াশোনা করতো।  নিহতের নানী শাহিদা বেগম জানান, গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কারা কেন তাকে হত্যা করেছে এ ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি। দিনাজপুর : নিখোজের দুইদিন পর সোমবার দুপুরে আত্রাই নদীর চকরামপুর ঘাট এলাকায় চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক রফিকুল ইসলামের লাশ পাওয়া যায়। নিহতের স্ত্রী লায়লা আরজুমান্দসহ তার পরিবার সাংবাদিকদের জানায়, শনিবার দিবাগত রাত ৯টায় কেউ একজন মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে যায়।  নীফামারী : উত্তরা ইপিজেডের চশমা প্রস্তুতকারী কম্পানী মাজেন বিডি লিমিটেডের শ্রমিক শুকলা রানী সেন (১৯) নামের এক নারী শ্রমিকের গলা কাটা লাশ সোমবার সকালে উদ্ধার উদ্ধার করা হয়েছে। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাকপুর সেনপাড়া গ্রামের জগেশ চন্দ  রায়ের মেয়ে বলে জানায় পুলিশ। রবিবার সন্ধ্যায় কর্মস্থল ছুটি শেষে সবার মতো শুকলা বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। ফরিদপুর : সদরপুর উপজেলার পিয়াজখালী এলাকার ভুবনেশ্বর নদী থেকে আলিম খান (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সদরপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠিয়েছে। আলিম খানের বাড়ী সদরপুর উপজেলার পিয়াজখালী গ্রামে। স্থানীয়দের ধারণা পূর্ব শক্রুতার জের ধরে আলিমকে খুন করে লাশ নদীতে ফেলে দেয়া হতে পারে। গাজীপুর : জেলার কালিয়াকৈরে সড়কের পাশ থেকে সোমবার এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৮ বছর বয়সের নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি। নিহতের গলায় শ্বাসরোধ করে হত্যার চিহ্ন ও শরীরে ছেঁচড়ানোর দাগ রয়েছে। তার পরনে গোলাপী রংয়ের সালোয়ার-কামিজ এবং সালোয়ারের উপর আকাশী রংয়ের ফুলহতা শার্ট ছিল। নিহতের গলায় সাদা ওড়না পেঁচানো ছিল।

সর্বশেষ খবর