মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা
সোহাগপুর গণহত্যা দিবস

চোখের জলে স্মরণ করলেন স্বজনরা

নালিতাবাড়ী প্রতিনিধি

চোখের জলে স্মরণ করলেন স্বজনরা

নালিতাবাড়ীর সোহাগপুরে শহীদ বেদিতে বিধবারা —বাংলাদেশ প্রতিদিন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল ‘২৫ জুলাই সোহাগপুর গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ  ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের ২৫ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে আক্রমণ চালিয়ে ১৮৭ জনকে হত্যা করে। সে সময় ৬২ জন নারী বিধবা হন। এখন বেঁচে আছেন ৩০ জন। তাদের মধ্যে ১৩ জন বিধবা নির্যাতনের শিকার হন। সোহাগপুর গ্রামের সমস্ত পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতার পর বিধবাপল্লী নামে পরিচিতি পায়। এলাকাবাসী ও বিধবা পরিবারের সদস্যরা জানায়, দিবসটি উদযাপনের লক্ষ্যে সোহাগপুর বিধবা কল্যাণ সমিতির আয়োজনে বিধবাপল্লীতে বেলা ১২টার সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা, প্রথম আলোর নালিতাবাড়ী প্রতিনিধি আবদুল মান্নান, বিধবা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন বক্তব্য রাখেন। পরে মিলাদ মাহফিল ও নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। স্বামী, সন্তান ও স্বজনহারা বিধবা নারী ও পরিবারের সদস্যরা সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

সর্বশেষ খবর