মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সড়কটি ‘মরণফাঁদ’

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-পার্বতীপুর সড়কের ৩০ কিলোমিটার এলাকা ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। বর্ষায় সড়কটির দুই পশের মাটি সরে যাওয়ায় এবং নিচু স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঘটছে প্রাণহানি। জানা যায়, প্রতিদিন দুই হাজারেরও বেশি ট্রাক, বাস, পিকআপ, কাভার্ড ভ্যান, ট্যাংকলরি, ইজিবাইক, নছিমন, করিমন, রিকশাভ্যান সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তাটি সরু ও বেহাল দশার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থায়নীয়রা।

চিরিরবন্দরের ব্যবসায়ী নেতা মোকারম হোসেন মুকুলসহ কয়েকজন জানান, সড়কটি প্রশস্ত ও সংস্কার করা না হলে দুর্ঘটনা লেগেই থাকবে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জানান, রাস্তাটিতে বর্ষা মৌসুমে চলাচল কঠিন হয়ে পড়েছে। গাড়ির চাকার মাধ্যমে ছিটে আসা পানিতে নষ্ট হয়ে যায় পরনের কাপড় ও ইউনিফর্ম। দুর্ঘটনারও শিকার হতে হয় কখনো কখনো। চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওএফএম মোরশেদ উল আলম জানান, সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ভাটার ইটের গুড়া দিয়ে গর্তগুলো ভরাট করে দুর্ঘটনা এড়ানো চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর