Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৫ জুলাই, ২০১৬ ২৩:২৪
বালুবোঝাই ট্রলি উল্টে শ্রমিক নিহত
প্রতিদিন ডেস্ক

বরিশালে বালুবোঝাই ট্রলি উল্টে শ্রমিক নিহত হয়েছেন। ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী। দিনাজপুরে বীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর— বরিশাল : বরিশাল-বানারীপাড়া সড়কের গুয়াচিত্রা এলাকায় বালুবোঝাই ট্রলি উল্টে এক শ্রমিক নিহত এবং চালক আহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় নিহত শ্রমিক শ্রী রাম দাস ঝালকাঠী সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের একছাড়াপাড়া গ্রামের ফেলা দাসের ছেলে। আহত চালক মো. আজিজুল বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের বাসিন্দা। ভালুকা : ময়মনসিংহের ভালুকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হবিরবাড়ি মায়ের মসজিদ নামক স্থানে রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় হেলাল উদ্দিন (১৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এই পাতার আরো খবর
up-arrow