মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ফেসবুক পেজে তৈরি হচ্ছে রক্তদাতাদের ডাটাবেজ

কুষ্টিয়া প্রতিনিধি

ফেসবুকের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতাদের ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন। এরই মধ্যে জেলা প্রশাসনের ফেসবুক পেজে ব্লাড গ্রুপের তথ্য চেয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। এতে স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক ব্যক্তিদের রক্তের গ্রুপসহ তথ্য চাওয়া হয়েছে। ইতিমধ্যে ৩০০ ব্যক্তি তাদের তথ্যও দিয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, এক ব্যাগ রক্তের জন্য অনেক সময় মানুষ মারা যায়। অনেকের মাঝে রক্তদানের ব্যাপারে ভীতি কাজ করে। এই ভীতি কাটাতে ডাটাবেজ তৈরি করছি।

সর্বশেষ খবর