Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৫ জুলাই, ২০১৬ ২৩:২৬
এক পলক

পিরোজপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

গতকাল পিরোজপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম। সর্বশেষ এ পদে ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত অ্যাড. আকরাম হোসেন খান। গত বছরের ১৮ সেপ্টেম্বর তার মৃত্যুতে এ পদটি শূন্য হয়।

—পিরোজপুর প্রতিনিধি

জঙ্গিবাদ বিরোধী সভা

সিদ্ধিরগঞ্জের হাউজিংস্থ হাজী ফজুলল হক মডেল হাইস্কুল মাঠে নাসিক ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসী বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল মতিন মাস্টার, চন্দন শীল, শাহ নিজাম, জাকিরুল আলম হেলাল, আলহাজ ইয়াছিন মিয়া, আবদুস সামাদ বেপারী প্রমুখ।

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

শ্রেষ্ঠ উৎপাদনকারীর পুরস্কার

বগুড়ার আদমদীঘি উপজেলায় মৎস্য সপ্তাহর সমাপনী দিনে সোমবার উপজেলা হলরুমে আলোচনা সভা ও মূল্যায়ন-পুরস্কার বিরতণী অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। পরে উপজেলার শ্রেষ্ঠ রেণু উৎপাদনকারী হিসেবে মাতৃছায়া হ্যাচারী সত্বাধিকারী বিশ্বজিৎ কুমার সরকার লিটনকে, শ্রেষ্ঠ পোনা উৎপাদকারী হুমায়ন কবির বাদশাকে এবং শ্রেষ্ঠ নার্সারী মৎস্য ব্যবসায়ী মাসুদ রানাকে সম্মাননা দেওয়া হয়।

—আদমদীঘি প্রতিনিধি

এই পাতার আরো খবর
up-arrow