শিরোনাম
মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা
পদ্মার চরে যৌথ অভিযান

দুই জেলায় জামায়াত শিবিরের ২১ জনসহ আটক ৬৪

প্রতিদিন ডেস্ক

রাজশাহী মহানগরীর ওপারে পদ্মার চরে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২০০ গ্রাম গাঁজা। জঙ্গিরা আশ্রয় নিয়ে থাকতে পারে এমন খবরে এ অভিযান চালানো হয়। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত পদ্মার চরের মাঝাড়দিয়াড় ও খিদিরপুরে এ অভিযান চালানো হয়।

এদিকে রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত নগরীর চার থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের কর্মচারী এবং স্থানীয় জামায়াত কর্মী নাসিরউদ্দিনকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। বগুড়া : দুপচাঁচিয়া থানা পুলিশ নাশকতা মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোত্তালেব হোসেন মিন্টুকে (৫৮) গ্রেফতার করেছে। গতকাল বেলা সাড়ে ১১টায় সদরের সিও অফিস রোর্ড সংলগ্ন দুলালী হোটেল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ : শৈলকুপা উপজেলা থেকে বিএনপি নেতা ও সদর উপজেলার চাকলাপাড়া থেকে মহিলা জামায়াতের সেক্রেটারিসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন— তোজাম হোসেন মণ্ডল, হাফিজুর রহমানের স্ত্রী আমেনা, আলাউদ্দীনের ছেলে রইচ উদ্দীন, সবুর আলী বিশ্বাস, শাহিনুর রহমান টুটুল, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম ও মিন্টু। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, তোজাম হোসেনের বিরুদ্ধে নাশকতাসহ কয়েকটি মামলা রয়েছে। অন্য আসামিদের সুনির্দিষ্ট কারণে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর