বুধবার, ২৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিদ্যুতের ঝুলন্ত তার নৌকায়, তিন যাত্রী নিহত, আহত ৭

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় যাত্রীবাহী নৌকায় বিদ্যুতের ঝুলে থাকা তার জড়িয়ে তিনজন নিহত ও আহত হয়েছেন সাতজন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নৌকার মালিক মিঠামইন উপজেলার মামুদপুর গ্রামের আফাজ উদ্দিন, যাত্রী একই উপজেলার শান্তিপুর গ্রামের আব্দুর রহিম ও আতপাশা গ্রামের সজিব। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকাটি করিমগঞ্জের চামটা ঘাট থেকে মিঠামইনের মামুদপুর যাচ্ছিল। পথে ইটনার এলংজুড়ি ইউনিয়নের নূরপুর হাওরে বিদ্যুতের ঝুলে থাকা তারে নৌকাটি জড়িয়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন সাতজন। স্থানীয়রা আহতদের ইটনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এরা হলেন— মামুদপুর গ্রামের জাহাঙ্গীর, নজরুল, আতপাশার হীরা মিয়া, রতন মিয়া, জাকির, শান্তিপুরের ফুল মিয়া ও শফিকুল।

ভাঙ্গায় অবৈধ সংযোগে গেল এক প্রাণ :  ভাঙ্গা প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাষড়া গ্রামে গতকাল বাঁশ কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান ওহিদুল খলিফা নামে এক যুবক। ওহিদুল ওই গ্রামের মাজেদের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এই মৃত্যুর জন্য পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ী করে বলেন, ওহিদুল যে লাইন থেকে বিদ্যুত্স্পৃষ্ট হয়েছেন সেটি অবৈধ সংযোগ। বাঁশের খুটিতে বাঁশঝাড়ের মধ্য দিয়ে লাইন যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর