বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে জনতার দৃঢ়প্রত্যয়

জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ অব্যাহত

প্রতিদিন ডেস্ক

যে কোনো মূল্যে দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে সোচ্চার হয়ে উঠেছেন জনতা। এ লক্ষ্যে কিছুদিন ধরে চলা নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গতকালও জেলা-উপজেলায় বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : বিএম কলেজের শহীদ মিনার গেটে মানববন্ধনে সভাপতিত্ব করেন স ম ইমানুল হাকিম। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন— স্বপন কুমার পাল, এএস কাইউম উদ্দিন আহম্মেদ প্রমুখ। এ সময় কলেজের সব শিক্ষক উপস্থিত ছিলেন। রাজশাহী : জেলা মহিলা আওয়ামী লীগ নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করে। মর্জিনা পারভীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, ওমর ফারুক চৌধুরী এমপি, কামরুজ্জামান চঞ্চল, আবু সালেহ। বগুড়া : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) বগুড়া কেন্দ্রের উদ্যোগে শহরের সাত মাথায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন— এএফএম আব্দুল মতিন, সৈয়দ ইফতেখার হোসেন, মোকছেদুর রহমান। গাজীপুর : জেলা প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ’র গাজীপুর কেন্দ্র মানববন্ধন করে। এতে অংশ নেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এদিকে দুপুরে ভাওয়াল বদরে আলম কলেজ বিসিএস শিক্ষা সমিতির উদ্যোগে মানববন্ধনে মাসুদা শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন বিএম হান্নান, মনোয়ার হোসেন মোল্লা। চট্টগ্রাম : নগরীর টাইগারপাস মোড়ে রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন সিরাজ উল্লাহ, ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, এএফ কবির আহমেদ মানিক, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, দিদারুল আলম মাসুম, কামাল পারভেজ বাদল, আবু সাঈদ সুমন, নওফেল আহমেদ, হাবিবুল্লাহ ভাস্কর, আজমল হোসেন হিরু। মাদারীপুর : সরকারি নাজিম উদ্দিন কলেজ ক্যাম্পাসে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মিয়াজ উদ্দিন খান। অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডলের সভাপতিত্ব বক্তৃতা করেন আবীর মাহমুদ ইমরান, মো. রুমান, সাইফুর রহমান রুবেল প্রমুখ। এছাড়া কলেজের বিসিএস সাধারণ শিক্ষকরা জঙ্গিবিরোধী মানববন্ধন করেন। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজে পৃথক মানববন্ধন করা হয়। মানববন্ধনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ প্রমুখ বক্তব্য দেন। অংশ নেন উভয় কলেজের শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থী। রাজবাড়ী : বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজবাড়ী সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, জেসমিন নাহার, বদর উদ্দিন আহমেদ। নীলফামারী : সরকারি মহিলা কলেজ চত্বরে সমাবেশে আবদুল গফ্ফারের সভাপতিত্বে বোরহান উদ্দিন, শামসুল আলম প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশ শেষে কলেজের সামনে মানববন্ধন করে। একই সময় নীলফামারী সরকারি কলেজ চত্বরে পৃথক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা : নেত্রকোনা সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।  এ সময় শিক্ষার্থীদের সন্ত্রাস জঙ্গীবাদ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, হাসান বিন রফিক, এএসএম আতিকুর রহমান প্রমুখ। সাতক্ষীরা : জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আলতাফ হোসেন। পুলিশ সুপারের কার্যালয়ে এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। উপস্থিত ছিলেন মীর মোদাচ্ছের আলী, সালাহ উদ্দিন। নওগাঁ : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নওগাঁ শাখা মুক্তির মোড়ে মানববন্ধন করে। এ কে এম বাদশাহ মিয়ার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে শঙ্কর কুমার দেব, এ কে এম মহিউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। দিনাজপুর : দিনাজপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) দিনাজপুরের উদ্যোগে মানববন্ধন করা হয়। পৃথক মানববন্ধনে বক্তব্য রাখেন— সৈয়দ মোহাম্মদ হোসেন, আনজুমান আখতার, রেজা মো. নুরে আলম। গোপালগঞ্জ : স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বঙ্গবন্ধু কলেজ ও শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে সমাবেশে বেনজির আহম্মেদের সভাপতিত্বে অশোক কুমার সরকার, জীতেন্দ্র নাথ বালা, হাবিবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। নোয়াখালী : বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত মানববন্ধনে সরকারি মহিলা কলেজের শিক্ষক-ছাত্রীরা অংশ নেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন— আক্তারী বেগম, হুমায়ুন কবির, শামছুর রহমান। ভোলা : সরকারি ফজিলাতুন্নেসা মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ড. মো. মুসলিমসহ অন্যরা বক্তব্য দেন। রাঙামাটি : কাপ্তাই বিজিবি ওয়াগ্গা জোনের উদ্যোগে মতবিনিময় সভায় বক্তব্য দেন, লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান। এ সময় মাহমুদুল হাসান, দিলদার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ ও নাগরিক সমাজের উদ্যোগে সমাবেশে জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তৃতা করেন তাকজিল খলিফা কাজল, সেলিম ভূইয়া। এর আগে মিছিল বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে। দাউদকান্দি : কুমিল্লার মেঘনা উপজেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে উপজেলা হলরুম প্রাঙ্গণে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আব্দুস সালাম। বক্তব্য দেন মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর