বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় নানা কর্মসূচি। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, ফাতেহা পাঠ। প্রতিনিধিদের পাঠানো খবর— গোপালগঞ্জ : সকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আক্রামুজ্জামান আক্রাম, যুগ্ম-আহ্বায়ক বিএম আলম সিদ্দিকীর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা। পরে জাতির জনকের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নুরুল ইসলাম আব্বাস, মোহসিন উদ্দিন সিকদার, বিএম তৌফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বেলা ১১টায় র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আক্রামুজ্জামান আক্রামের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটেন নেতা-কর্মীরা। এ সময় চৌধুরী এমদাদুল হক, সিকদার নুর মোহাম্মদ দুলু প্রমুখ বক্তব্য দেন। লক্ষ্মীপুর : দুপুরে উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে স্থানীয় কুটুমবাড়িতে গিয়ে আলোচনা সভায় মিলিত হন নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন— জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সম্পাদক মাহবুব ইমতিয়াজ। নেত্রকোনা : জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মারুফ হাসান খান অভ্রর সভাপতিত্বে সমাবেশে সারোয়ার মোর্শেদ জাস্টিস, খাইরুল হাসান লিটু প্রমুখ বক্তৃতা করেন। দিনাজপুর : জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব ও সম্পাদক জাকারিয়া জাকিরের নেতৃত্বে র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে আবু ইবনে রজবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। লালমনিরহাট : বর্ণাঢ্য র‍্যালি শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ শাহ আলম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতা। বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদের নেতৃত্বে র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন— হারুন অর রশিদ, ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, আনোয়ার হোসেন বাচ্চু।

 

সর্বশেষ খবর