শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৬০০ যানবাহন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

শিমুলিয়া ঘাটে ছয় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এসব যানবাহনের মধ্যে পণ্য বোঝাই ট্রাকের সংখ্যা বেশি।

জানা গেছে, পদ্মায় তীব্র স্রোতের কারণে গত দুদিন ধরে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ৮টি ফেরি চলাচল বন্ধ রয়েছে। বন্ধ ফেরিগুলোর মধ্যে ডোম্প, কে টাইপ ও রো রো ফেরি রয়েছে। যান পারাপার স্বাভাবিক রাখার জন্য গতকাল ৯টি ফেরি চলাচল করতে দেখা গেছে। ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ  শেখর। তিনি জানান, গত বুধবার দিবাগত রাতেও পদ্মা নদীতে তীব্র স্রোত ও পানি বৃদ্ধি থাকায় সারারাত প্রায় সব ফেরি বন্ধ ছিল। গতকাল সকালে বেশ কয়েকটি ফেরি ঘাট থেকে ছেড়ে গেছে। কারণ গতকাল অনেক ফেরি পদ্মা পাড়ি  না দিতে পাড়ায় ঘাটে ফেরত আসে পরে ভাটার সময় ফেরি পদ্মা পাড়ি দেয়। মাওয়ার বিআইডব্লিউটিসির কর্মকর্তা শাহাজাহান জানান, আগে ফেরি পারাপার হতে দেড় থেকে দুই ঘণ্টা সময় নিত এখন স্রোতের কারণে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় নিচ্ছে। বিআইডব্লিউটিসির অপর এক কর্মকর্তা জানান, আমাদের ফেরিগুলো বেশ পুরনো, ইঞ্জিনের শক্তি কম। স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে কুলিয়ে উঠতে পারে না।

সর্বশেষ খবর