শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজার এলাকায় রাস্তা তৈরির নামে এক বছরের বেশি সময় ধরে ভালো রাস্তা খুঁড়ে রাখার প্রতিবাদে শুক্রবার দুপুরে অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এ সময় ওই সড়কে এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। দুপাশে শত শত পরিবহন আটকে পড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। অবরোধ কর্মসূচিতে বৈডাঙ্গা, বাটিকাডাঙ্গা, ডহরপুকুর, বাথপুকুর ও নারায়ণপুরসহ আশপাশের ১০ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন। অবরোধ শেষে রাস্তার ওপর এক প্রতিবাদ সমাবেশ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি মেম্বর হুসিয়ার হোসেন, ড্রাইভার নুর ইসলাম সরকার, ওহিদুল ইসলাম, রাজু আহম্মেদ শিপন ও টোকন প্রমুখ। রাস্তা অবরোধকারীরা অভিযোগ করেন, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের উত্তর নারায়ণপুর থেকে বৈডাঙ্গা বাজার প্রায় এক কিলোমিটার ভালো রাস্তা দেড় বছর ধরে খুঁড়ে রাখা হয়েছে। ২০১৫ সালের এপ্রিল মাসে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মুজিবনগর রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। তারা বলেন, অন্যান্য ঠিকাদার রাস্তার বিভিন্ন অংশের নির্মাণ কাজ শেষ করলেও সুমন এন্টারপ্রাইজ রাস্তা না করে ফেলে রেখেছে। এলাকাবাসীর অভিযোগ ঝিনাইদহ, চুয়াডাঙ্গা মুজিবনগর রাস্তা উন্নয়ন প্রকল্পের আওতায় ঝিনাইদহের অংশে ৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু নির্মাণ কাজ শুরু থেকেই ঘপলাবাজির আশ্রয় নেওয়া হয়। মাটির কাজ না করেই কয়েক কোটি টাকা ভাগাভাগি করে নেওয়া হয়েছে। ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, মাটির কাজ এখনো শেষ হয়নি। তাই টাকা তছরুপের বিষয়টি সঠিক নয়। তিনি বলেন, সুমন এন্টারপ্রাইজকে চিঠি দিয়ে বারবার তাগাদা দেওয়ার পরও রাস্তার কাজ শেষ করছে না।

সর্বশেষ খবর