শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লার পূবালী ব্যাংক ভবন অপসারণ বন্ধে স্মারকলিপি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঐতিহ্য ও নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী পূবালী ব্যাংক ভবন অপসারণ বন্ধ ও সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁর সমাধি সংস্কার এবং স্মৃতি সংরক্ষণের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ঐতিহ্য কুমিল্লা ও ‘দৃষ্টান্ত ফাউন্ডেশন’ দেবিদ্বার, কুমিল্লা নামের দুটি সংগঠন। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মামুনুর রশিদ ভূইয়া স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঐতিহ্য কুমিল্লার প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম ইমরুল, ‘দৃষ্টান্ত ফাউন্ডেশন’ দেবিদ্বার, কুমিল্লার সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনী এবং ফ্রেন্ডস ক্লাবের সভাপতি এম এ হালিম সৈকত। উল্লেখ্য, ১৯১৪ সালে স্থাপিত উপমহাদেশের প্রাচীন ব্যাংক ভবনটি মুক্তিযুদ্ধসহ বহু আন্দোলন-সংগ্রামের সাক্ষী। এই ভবনের নামানুসারে পূবালী চত্বর হিসেবে এই জায়গাটি পরিচিতি লাভ করে।

ঐতিহ্য বহনকারী এই পূবালী ব্যাংক ভবনটি সম্প্রতি ভেঙে ফেলার নোটিস দেয় কুমিল্লা সিটি করপোরেশন। এদিকে ওস্তাদ আয়েত আলী খাঁর সমাধিটি বিলীন হওয়ার পথে। এতে ক্ষোভের সষ্টি হয় সাংস্কৃতিক অঙ্গনসহ কুমিল্লার সর্বমহলে।

সর্বশেষ খবর