শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এক পলক

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই স্কুলছাত্রী

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ৮ম ও ৯ম শ্রেণির দুই ছাত্রী। ওই ছাত্রীরা হলো, উপজেলার কাজিহাল ইউপির হযরতপুর গ্রামের মমতাজ আলীর মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার ও শিবনগর ইউপির হাজির মোড় এলাকার শহিদুল ইসলামের মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী অনিকা পারভিন। গতকাল তাদের বিয়ে হওয়ার কথা ছিল। ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী জানান, গতকাল শারমিন ও অনিকার নিজ নিজ বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও এহতেশাম রেজার নেতৃত্বে একদল পুলিশ ওই বিয়ে বন্ধ করে দেয়। এ সময় তাদের বাবাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। —দিনাজপুর প্রতিনিধি

মাছের সঙ্গে শত্রুতা

যশোরের ঝিকরগাছায় একটি ঘেরে বিষ প্রয়োগ করে হাজার মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মেরে ফেলা মাছের মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্তরা জানান, ঝিকরগাছার ঘোড়দাহ গ্রামের ইউপি সদস্য আকরাম হোসেন শুক্রবার সকালে তার ৩০ বিঘা আয়তনের মাছের ঘেরে গিয়ে দেখতে পান সব মাছ মরে পানিতে ভেসে আছে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘেরটিতে বিষ প্রয়োগ করে।

—নিজস্ব প্রতিবেদক, যশোর

স্মারকলিপি

কুমিল্লার ঐতিহ্য ও নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী পূবালী ব্যাংক ভবন অপসারণ বন্ধ ও সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁর সমাধি সংস্কার এবং স্মৃতি সংরক্ষণের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ঐতিহ্য কুমিল্লা ও ‘দৃষ্টান্ত ফাউন্ডেশন’ দেবিদ্বার, কুমিল্লা নামের দুটি সংগঠন। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মামুনুর রশিদ ভূইয়া স্মারকলিপি গ্রহণ করেন। ঐতিহ্য বহনকারী এই পূবালী ব্যাংক ভবনটি সম্প্রতি ভেঙে ফেলার নোটিস দেয় কুমিল্লা সিটি করপোরেশন। এদিকে ওস্তাদ আয়েত আলী খাঁর সমাধিটি বিলীন হওয়ার পথে। এতে ক্ষোভের সষ্টি হয় সাংস্কৃতিক অঙ্গনসহ কুমিল্লার সর্বমহলে। —কুমিল্লা প্রতিনিধি

কনের বাবার দণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে কনের বাবাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায় এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলামের বাড়ি উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনাধরা গ্রামে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চকনাধরা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী মাকসুদা খাতুনের সঙ্গে একই উপজেলার গোয়াবাড়ি গ্রামের এসরাইলের বিয়ে হয়। বিষয়টি জানতে পেরে ইউএনও সৈয়দ ইরতিজা আহসান ওই বাড়িতে পুলিশ পাঠায়। পরে কনের বাবাকে আটক করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায় এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

—চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিদ্যুত্স্পৃষ্টে মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় গতকাল সকালে বিদ্যুতায়িত হয়ে আয়েশা ছিদ্দিকা (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আয়েশা উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কালু শাহ মাজার এলাকার নুরুল কবিরের মেয়ে। গতকাল বেলা ১১টার দিকে বাপের বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, পাবনার সাঁথিয়া পৌরসভার বোয়াইলমারী গ্রামে গতকাল বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মানিক (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সে সাঁথিয়া পৌরসভার গাগড়াখালী গ্রামের গোলজারের ছেলে। —প্রতিদিন ডেস্ক

সাত মাদকাসক্তের সাজা

টাঙ্গাইলের মির্জাপুরে সাত মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ গতকাল এ আদেশ দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে মির্জাপুর উপজেলা সদরের আজিজুল হক (২৫)কে ১ মাস, পিন্টু মিয়া (৩২)কে ১ মাস, ছাদেক (৩৫)কে ১ মাস, মানিক (৩৬)কে ৬ মাস, হিরো (২৪)কে ৭ দিন, সুমন (৩০)কে ৬ মাস ও শাজাহান (৩৫)কে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশ উপজেলার মুরগিহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। —টাঙ্গাইল প্রতিনিধি

বেকারি কারখানাকে জরিমানা

নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, বিপণন এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অভিযোগে বেকারি কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শহরের হুগোলবাড়ীয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান এই জরিমানা আদায় করেন। —নাটোর প্রতিনিধি

পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর সোনারপাড়া গ্রামে পানিতে ডুবে রিফাত হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গোসল করার সময় তলিয়ে গিয়ে সে মারা যায়। রিফাত ওই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং সে স্থানীয় সরকারি বড়-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র —জয়পুরহাট  প্রতিনিধি

৫০ মণ পলিথিন জব্দ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানসহ ৫০ মণ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ পলিথিন বহনের দায়ে রইছ উদ্দিন ও আবদুর রাজ্জাক নামে দুব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকালে পাকুন্দিয়ার সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তদের বাড়ি নরসিংদীর রায়পুরা ও কিশোরগঞ্জের ভৈরবে। জানা গেছে, ভৈরব থেকে পিকআপ ভ্যানে করে পলিথিন নিয়ে পাকুন্দিয়ার পুলেরঘাট বাজারে যাবার সময় পাকুন্দিয়ার পাঁচলগোটা এলাকা থেকে মোবাইল কোর্ট তাদের আটক করে। জব্দকৃত পলিথিনের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। —কিশোরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর