শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

শফিউলের ‘আশ্রয়দাতা’ফের চার দিন রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার শফিউল ইসলাম ওরফে শরিফুল ইসলামের কথিত আশ্রয়দাতা গাইবান্ধার আনোয়ার হোসেনকে (৪৮) আবার রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। আনোয়ার গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্তাপাড়ার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রধান শিক্ষক। ২৩ জুলাই রাতে বাড়ির সামনে থেকে গ্রেফতারের পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গতকাল বিকালে আনোয়ারকে আবার আদালতে হাজির করা হয়। দ্বিতীয় দফায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক নওশাদ আলী। জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম এস এম তাসকিনুল হক আবেদন শোনার পর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। জঙ্গি শফিউলের তথ্যের ভিত্তিতে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি পৌর এলাকার খলসী এবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক। তার বাড়ি ভাড়া করে স্ত্রী-সন্তান নিয়ে জেএমবি জঙ্গি ক্যাডার শফিউল গত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সেখানে অবস্থান করেন। এই সময়ে ওই বাড়িতে উত্তরাঞ্চলের শীর্ষ জঙ্গি নেতা ও জঙ্গি প্রশিক্ষকরা নিয়মিত যাওয়া-আসা করতেন। সেখানে বৈঠক করার বিষয়ে প্রাপ্ত তথ্য সম্পর্কে নিশ্চিত হতে প্রথম দফায় আনোয়ার হোসেনকে রিমান্ডে নেওয়া হয়। সেই সঙ্গে জঙ্গি তত্পরতার সঙ্গে তিনি নিজে সম্পৃক্ত কিনা, তাও জানার চেষ্টা করা হয়। প্রথম দফায় রিমান্ডে আনোয়ারের কাছ থেকে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলে জঙ্গি তত্পরতা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

সর্বশেষ খবর