রবিবার, ৩১ জুলাই, ২০১৬ ০০:০০ টা
গৌরনদীতে আসামি ছিনতাই

৪০ স্বজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম বয়সা গ্রামে হাতকড়াসহ নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লিটন সরদারকে ছিনতাইয়ের ঘটনায় ১৫ জনের নামোল্লেখসহ ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। হামলায় আহত এসআই তাহিদুল্লাহ তাহিদ গত শুক্রবার রাতে এই মামলা করেন। এদিকে এ ঘটনায় শনিবার পর্যন্ত লিটনের ৯ স্বজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় শুক্রবার রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতারকৃত লিটনের ৯ স্বজনকে শনিবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নজরুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় শনিবার বিকালে লিটনের বাড়ির পেছনের পুকুর থেকে ছিনিয়ে নেওয়া হাতকড়া উদ্ধার করেছে। নারী ও শিশু নির্যাতন দমন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামী লিটনকে গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশের এসআই তাহিদুল্লাহ তাহিদ কনস্টেবল আনিসুর রহমান আনিসকে নিয়ে উপজেলার পশ্চিম বয়সা গ্রামের মহব্বত আলী সরদারের ছেলে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লিটন সরদারের বাড়ি অভিযান চালায়। পুলিশ তাকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানার উদ্দেশে রওয়ানা দেয়। বাড়ি থেকে বের হওয়া মাত্রই আসামির স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে এসআই তাহিদ ও কনস্টেবল আনিসকে মারধর করে হাতকড়াসহ লিটন সরদারকে ছিনিয়ে নেয়।

সর্বশেষ খবর