সোমবার, ১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

গাজীপুরে শিশু হত্যায় সৎ মায়ের ফাঁসি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শিশুকন্যাকে হত্যার দায়ে সৎ মাকে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। রায়ে একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি (৩০)। গতকাল গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন। শাকিলা বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে। জানা যায়, ঢাকার কেরানীগঞ্জের অগ্রখোলা মোল্লাবাড়ী গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে মো. শফিউল আলম (সাগর) ৭ বছর আগে স্ত্রী ফারজানাকে তালাক দেয়। পরে ২ বছর আগে শাকিলাকে বিয়ে করেন তিনি। মেয়ে সাদিয়া আলম জয়া বাবা ও সৎ মায়ের কাছে থাকত। গত বছরের ১৩ জুন সৎ মা শাকিলা ঘুমন্ত অবস্থায় জয়াকে কুপিয়ে হত্যা করে।

পিরোজপুরে শিশু কন্যা হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুরে শিশু কন্যাকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে সত্মাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ গোলাম কিবরিয়া এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মরিয়ম বেগম (৩৫) স্বরূপকাঠি উপজেলার সারেংকাঠী ইউপির বিষ্ণুকাঠী গ্রামের আলমগীর হোসেন দ্বিতীয় স্ত্রী। জানা যায়, আলমগীর হোসেনের প্রথম স্ত্রী মারুফা ও দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঘরে একটি করে সন্তান রয়েছে। স্বামী প্রথম স্ত্রীর সন্তানকে বেশি আদর করে এমন ধারণায় ক্ষিপ্ত হয়ে ২০১০ সালে ২৩ জুন আফিফাকে (৭) হত্যা করে মরিয়ম। এ ঘটনায় ২৪ জুন স্বরূপকাঠি থানায় মামলা হয়। নাটোরে হেরোইন বহনের দায়ে নারীর যাবজ্জীবন : নাটোর প্রতিনিধি জানান, নাটোরের হেরোইন বহনের দায়ে ফিরোজা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। আসামি ফিরোজা বেগম পলাতক রয়েছে।  ২০১২ সালের ৮ জুন শহরের বনবেলঘরিয়া বাসপাস এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ রাজশাহীর রাজপাড়া এলাকার ফিরোজা বেগমকে ফিরোজাকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা হয়।

সর্বশেষ খবর