মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ময়মনসিংহে দুই ছাত্রীকে নির্যাতন পাল্টাপাল্টি মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে তালেব আলী ম্যাটস (মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং কোর্স) এর দুই শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। গতকাল বিকালে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম পাল্টাপাল্টি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। থানা-পুলিশ সূত্র জানায়, রবিবার রাতে নারী নির্যাতন দমন আইনে নির্যাতিত এক ছাত্রী তালেব আলী ম্যাটসের চেয়ারম্যান অ্যাড. ফজলুল হকসহ তৃতীয় বর্ষের ছাত্র পার্থ, সজীব, শাহাদাত ও দ্বীন মোহাম্মদকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে গতকাল সকালে তালেব আলী ম্যাটসের চেয়ারম্যান অ্যাড. ফজলুল হক বাদী হয়ে ত্রাস সৃষ্টি করে প্রতিষ্ঠান ভাঙচুর ও ক্ষতি সাধনের অভিযোগে দ্রুত বিচার আইনে ৮ শিক্ষার্থীকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন। এ মামলার আসামিরা হলেন, শিক্ষার্থী খান জাহান আলী, আতিকুর রহমান, আশরাফুল আলম তন্ময়, রহমত উল্লাহ পাপ্পু, হাসানুল হক রাকিব, হায়দার আলী, শরফ উদ্দিন ও উসমান গনি। গত শনিবার শনিবার সন্ধ্যায় নগরীর আর.কে.মিশন রোড এলাকায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের একটি কক্ষে দুই ছাত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে ওই প্রতিষ্ঠানেরই চার শিক্ষার্থীর বিরুদ্ধে। পরে সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায় প্রতিষ্ঠানে।

সর্বশেষ খবর