মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিশ্বনাথে উৎকোচ নিয়ে লাইব্রেরিয়ান পদে নিয়োগ

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে উৎকোচনিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা সদরের জাগরণ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ওই কমিটিরই এক সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সদস্য জানান, সম্প্রতি জাগরণ উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়া ওই প্রার্থী এর আগের পরীক্ষায় মাত্র তিন মার্ক পেয়ে অকৃতকার্য হন। কর্তৃপক্ষ সেই পরীক্ষাটি স্থগিত করেন। এর তিনমাস পর ফের পরীক্ষার আয়োজন করে ওই প্রার্থীকে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার তজমুল আলী ও প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম। তবে অভিযোগ অস্বীকার করে তজমুল আলী ও ফারুক আহমদ রহিম বলেন, নিয়মতান্ত্রিকভাবেই ওই প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেয়মান হোসেইন বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে পূর্বে অকৃতকার্য প্রার্থীর অংশ নেওয়ার বিষয়টি আমার নজরে আসেনি।

সর্বশেষ খবর