মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

টেকনাফে গ্রেফতার তিনজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে আটক তিনজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ থানা পুলিশের ওসি (তদন্ত) কবির আহমদ আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আটক হাফেজ সালাউল ইসলাম শহরের লিংকরোড এলাকার ইমাম মুসলিম ইসলামিক সেন্টারের পরিচালক এবং দক্ষিণ মুহুরীপাড়ার মৃত হাফেজ জিয়াউল হকের ছেলে। আটক মামলার অপর আসামিরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মৌলভী ছৈয়দ করিম ও টাঙ্গইলের বাশাইল থানার হাবলাবিলপাড়া এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে মো. ইব্রাহিম। এই তিনজনসহ আরো ৮ জনের নামে টেকনাফ থানায় মামলা করা হয়। মামলায় পলাতক আসামিরা হলেন— টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন, বাহারছরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৌলভী আজিজ উদ্দিন, মাস্টার আইয়ুব, মাওলানা সালামত উল্লাহ, মৌলভী আব্দুর রহমান, আবু বকর, ডা. ইউনুছ ও ডা. নুরুল আমিন। মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ থানা পুলিশের ওসি (তদন্ত) কবির আহমদ জানান, আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সঙ্গে জড়িত। উল্লেখ্য, গত শনিবার দুপুরে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার শামলাপুরের নতুন পাড়ায় মৌলভী সৈয়দ করিমের বাড়িতে যৌথ ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে সৌদি নাগরিক আবু সালে আহমেদ আল গাম্বী, হাফেজ ছালাউল ইসলাম, বাড়ির মালিক মৌলভী সৈয়দ করিম ও টাঙ্গাইলের মৌলভী ইব্রাহীমকে আটক করে বিজিবি ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়। পরে আটককৃতদের জিজ্ঞাবাদ শেষে রবিবার গভীর রাতে ছালাউলসহ তিনজনকে থানায় সোপর্দ করা হয়। তবে আটক সৌদি নাগরিককে থানায় সোপর্দ না করে তাদের দূতাবাসে হস্তান্তর করা হয় বলে জানা গেছে। এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, জনৈক সৌদি দানবীর টেকনাফ বাহারছড়ায় হেফজখানা ও উন্নতমানের ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ায় দাতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বেঠক চলছিল বলে দাবি করছেন।

সর্বশেষ খবর