বুধবার, ৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

‘গরু চোরাচালান ঠেকানো গেলে সীমান্ত হত্যা বন্ধ হবে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সীমান্ত হত্যা বন্ধ করতে হলে ভারতের গরু চোরাচালান বন্ধ করতে হবে। এ বিষয়ে বিএসএফ মহাপরিচালককে বলা হয়েছে আপনারা সীমান্তে গরু আনা বন্ধ করুন, আমাদের লোক যাবে না; সীমান্ত হত্যা বন্ধ হবে। যতদিন পর্যন্ত ভারতের গরু আসা বন্ধ না হবে ততদিন সীমান্ত হত্যাকাণ্ড ঠেকানো যাবে না। তিনি গতকাল বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবগঠিত ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা খাদ্যে যেমন স্বয়ংসম্পূর্ণ হয়েছি তেমন আমাদের দেশে গরু উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ হব। ভারতীয় গরুর প্রয়োজন নেই আমাদের।’

সর্বশেষ খবর