বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জোয়ারে হুমকিতে হরিণ

ভোলা প্রতিনিধি

জোয়ারে হুমকিতে হরিণ

মনপুরার বনে পানি বেড়ে যাওয়ায় লোকালয়ে হরিণ —বাংলাদেশ প্রতিদিন

জোয়ারে ভোলার ম্যানগ্রোভ বন প্লাবিত হওয়ায় হুমকিতে পড়েছে হাজার হাজার হরিণ। জীবন বাঁচাতে প্রতিদিনই লোকালয়ে আসছে। ধরা পড়ছে মানুষের হাতে। হরিণসহ বন্য প্রাণি রক্ষায় বনবিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জানা যায়, চলতি বর্ষায় উজান থেকে আসা ঢল এবং জোয়ারে প্রায়ই মনপুরা, তজুমদ্দিন ও চরফ্যাসন উপজেলার ম্যানগ্রোভ বনগুলো ৩/৪ ফুট পানিতে প্লাবিত হয়। বনে পর্যাপ্ত উঁচু টিলা বা কিল্লা না থাকায় এ সময় হরিণসহ অন্য প্রাণি পড়ে বিপাকে। ছুটে আসে লোকালয়ে। মনপুরার স্কুলশিক্ষক আবদুল্লাহ জুয়েল জানান, গত মঙ্গল ও বুধবার মনপুরায় লোকালয় থেকে দুটি হরিণ শাবক উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন কল্লোল বড়ুয়া জানান, এই সময় নদীর পানি লবণাক্ত থাকে। লবণাক্ত পানি খেয়ে হরিণের ডায়রিয়া দেখা দেয়। তাই বনে পুকুর খনন করে মিঠা পানির ব্যবস্থা করতে হবে। উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সুকুমার চন্দ্র জানান, হরিণ রক্ষায় বনে উঁচু কিল্লা স্থাপন প্রয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর