শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রাঙামাটিতে নিউমোনিয়ার প্রাদুর্ভাব

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। উপজেলাগুলোতে চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগী ভিড় করেছে সদর হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, রাঙামাটিতে দ্রুত ছড়িয়ে পড়ছে শিশুদের নিউমোনিয়া। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যার তুলনায় বেশি রোগী ভর্তি হওয়ায় তাদের থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। প্রতিদিন ১২-২০ শিশু এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। রাঙামাটি জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট শিশু বিশেষজ্ঞ  এম এ আবদুল জানান, নিউমোনিয়া রোগে শিশুদের জ্বর তেমন হয় না। তবে শ্বাসকষ্ট বেশি দেখা যায়।

সর্বশেষ খবর