শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

২ হাজার গ্রাহকের টাকা নিয়ে উধাও, বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পল্লী সেবা ফাউন্ডেশন (পিএসএফ) নামে একটি এনজিও প্রায় দুই হাজার নারী-পুরুষের ২ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে। গতকাল বিকালে শতাধিক নারী-পুরুষ সঞ্চয় বই হাতে নিয়ে ফতুল্লা মডেল থানায় হাজির হয়ে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ মাঠকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এ সময় ফতুল্লার ফাজিলপুরের নাসিরের স্ত্রী শাহনাজ বেগম সব সদস্যের পক্ষে বাদী হয়ে একটি জিডি করেন। শাহনাজ বেগম জানান, পল্লী সেবা ফাউন্ডেশন (পিএসএফ) নামক এনজিও ফতুল্লার গাবতলীতে অফিস খুলে তাদের মাঠকর্মীদের বিভিন্ন এলাকায় পাঠায়। এতে মাঠকর্মীরা অতিরিক্ত অর্থের প্রলোভন দেখিয়ে প্রায় দুই হাজার সদস্য তৈরি করেন। এর মধ্যে নারী সদস্যের সংখ্যা বেশি। তিনি আরও জানান, একটি এলাকায় একজন করে দলনায়ক বানিয়ে ৮-১০ জন সদস্যকে ২-৩ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিদিন সঞ্চয়ের টাকা নেওয়া হতো। ভুইয়ারবাগ এলাকার কাননবালা জানান, ‘মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সহজ সরল নারীদের প্রলোভন দেখিয়ে প্রতি সদস্যের কাছ থেকে ১০০-৫০০ টাকা করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে পালিয়েছেন। টাকা নেওয়ার সময় সদস্যদের জানানো হয়, অল্প সুদে ৫০ হাজার করে টাকা লোন দেওয়া হবে। আজ (গতকাল) লোন দেওয়ার কথা থাকলেও তাদের অফিসে গিয়ে জানতে পারি ফতুল্লার কয়েক হাজার লোকের ২-৩ কোটি টাকা নিয়ে সমিতির লোকজন পালিয়ে গেছেন।’ টিনা বেগম জানান, ‘এনজিওর মাঠকর্মীরা সঞ্চয়ের টাকা নিয়ে দুই লাখ টাকা করে লোন দেওয়ার কথা বলেছিলেন। এখন আমাদের টাকা না দিয়ে প্রতারক চক্র কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে।’ ফতুল্লা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম মোস্তফা জানান, ‘পল্লী সেবা ফাউন্ডেশনের বিরুদ্ধে শতাধিক নারী-পুরুষের অভিযোগ শুনেছি। তারা একটি জিডিও করেছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর