শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

এক পলক

রূপগঞ্জে ১০টি স্পটে মিলাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল দিনব্যাপী কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া, চনপাড়া, পশ্চিমগাঁও, পূর্বগ্রাম, বড়ালু, মাঝিনা, নগরপাড়া, কামসাইর, বরুণাসহ ১০ স্পটে আলোচনা সভা, কাঙালিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কায়েতপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাবেক সভাপতি মোতালিব ভূঁইয়া, জাহেদ আলী, অ্যাডভোকেট আউয়াল, হাজী ইয়ার হোসেন, মাসুদ রানা, মোশারফ মেম্বার প্রমুখ। —রূপগঞ্জ প্রতিনিধি

মাদকবিরোধী মহাসমাবেশ

বগুড়ার শেরপুর উপজেলায় কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী মহাসমাবেশ হয়েছে। গতকাল বিকালে শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা মাঠে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান খানের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান। পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। মহাসমাবেশে জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা প্রমুখ বক্তব্য দেন।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সরিষাবাড়ীতে ত্রাণ বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য ডা. মো. মুরাদ হাছান। উপজেলার তারাকান্দি, বয়রা, আওলার চর, মালীপাড়া চর, কুমারপাড়া চরের কয়েক শতাধিক পরিবারের মাঝে বৃহস্পতিবার দুপুরে চিঁড়া, মুড়ি, গুড়, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

—জামালপুর প্রতিনিধি

গাঁজা চাষি আটক

পঞ্চগড়ে একটি গাঁজার বাগানের সন্ধান পেয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আটটি গাঁজা গাছ। এর মূল্য প্রায় ৪০ হাজার টাকা। সেই সঙ্গে গাঁজাবাগানের মালিক সোহরাব আলীকে (৪৫) আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ আটটি গাঁজার গাছসহ ওই ব্যক্তিকে আটক করে। পঞ্চগড় সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, সোহরাবের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

—পঞ্চগড় প্রতিনিধি

চরে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ

গোপালগঞ্জের মধুমতির নদীর চরে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নয়ন শেখ (৩০) গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা চরপাড়া গ্রামের আবদুল আলি শেখের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে মধুমতি নদীর চরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গতকাল সকালে ওই চরে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সকাল ১১টায়  সেখান থেকে পা বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। নয়ন শেখ ঘেনাশুর বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। —গোপালগঞ্জ প্রতিনিধি

বিক্ষোভে পুলিশের বাধা

লক্ষ্মীপুরে  সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও বিতর্কিত নাস্তিক্যবাদী শিক্ষানীতি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। গতকাল বাদ জুমা স্থানীয় আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা শাখার উদ্যেগে আয়োজিত এ সমাবেশের শুরুতে পুলিশ বাধা দেয়। পরে এক সমাবেশে অনারারী ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ,  মাওলানা মহিউদ্দিন, মাওলানা নোমান সিরাজী, আবদুর জাহের আরেফী, মাহমুদুল হাসান প্রমুখ। —লক্ষ্মীপুর প্রতিনিধি

শিক্ষক সমিতির নির্বাচন

বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার নির্বাচনে এস.এম নূরুল ইসলাম সভাপতি ও ইব্রাহীম খলিল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল বিকালে উপজেলা মিলনায়তনে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের ৭৩২ জন শিক্ষকের মধ্যে ৬৯৬ জন শিক্ষক ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন উপজেলা ইন্সক্ট্রাটর কর্মকর্তা আবদুস সোবহান। —সখীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর