রবিবার, ৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

পরীক্ষায় অংশ নিয়েও ৪৫ শিক্ষার্থী অনুপস্থিত

লালমনিরহাট প্রতিনিধি

পরীক্ষায় অংশ নিয়েও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজের ৪৫ শিক্ষার্থীকে পরীক্ষায় অনুপস্থিত দেখিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাতে ওয়েবসাইটে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। ফলাফল দেখে হতাশ উত্তরবাংলা কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের ৪৫ জন পরীক্ষার্থী। তারা সবাই পরীক্ষায় অংশ নিলেও জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের ফলাফলে তাদের অনুপস্থিত দেখানো হয়েছে। জানা গেছে, উত্তর বাংলা কলেজ থেকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় বাংলা বিভাগ থেকে মোট ৪৫ জন পরীক্ষার্থী অংশ নেন। লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্রে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বিষয়ের পরীক্ষায় অংশ নেন এসব শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হলে ওই কলেজের বাংলা বিভাগের সব পরীক্ষার্থীকে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বিষয়ে অনুপস্থিত দেখানো হয়েছে। ফলাফলের এমন চিত্র দেখে হতবাক পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। উত্তর বাংলা কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী আতিক, বুলবুল, আসাদ, বিক্রম, মিথিলা, সান্তনা ও আলামিনসহ অনেকেই ফলাফল  দেখে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, পরীক্ষায় অংশ নিয়েও তাদের অনুপস্থিত দেখানো কতটা দায়িত্বহীনতার পরিচয় বহন করে। দ্রুত সংশোধনী ফলাফল প্রকাশের দাবি জানান এসব শিক্ষার্থী ও অভিভাবকরা। উত্তর বাংলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আবু শাহাদাত রুবেল জানান, কোনো কারণে হয়তো পরীক্ষার্থীদের হাজিরার তালিকা পরীক্ষা কেন্দ্র থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো হয়নি। তাই এমনটি হতে পারে। তিনি আরও বলেন, পরীক্ষার কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের হাজিরা পত্রটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তারা সংশোধনী ফলাফল প্রকাশ করবেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল কেন্দ্র থেকে হাজিরা পত্র সংগ্রহ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে সংশোধনী ফলাফলের জন্য। তিনি শিক্ষার্থী ও অভিভাবদের হতাশ না  হওয়ার জন্য অনুরোধ করেন।

সর্বশেষ খবর