রবিবার, ৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কাউকে হয়রানি না করার প্রতিশ্রুতি ডিআইজির

ব্যবসায়ী ও পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পান দোকানি আবদুল মতিন ও পুলিশ কনস্টেবল আরিফুজ্জামান আরিফ নিহতের ঘটনায় করা মামলায় কাউকে অহেতুক হয়রানি না করার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী মিয়া। ঘটনা তদন্তে গতকাল সকালে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রাম পরিদর্শনে এসে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) ফোরকান শিকদার, সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের। ঘটনাস্থল পরিদর্শনের পর এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নিহত ব্যবসায়ী আবদুল মতিনের স্ত্রী নূরতাজ, মেয়ে শিউলিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতেই এলাকার লোকজন নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ তুলেন। এ ছাড়া সাদা পোশাকে পুলিশ যাওয়ার কারণেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন। তারা বলেন, পুলিশ ইউনিফর্ম পরা থাকলে ওই ঘটনা নাও ঘটতে পারত। এ ছাড়া ঘটনার দিন মোটরসাইকেলে থাকা এএসআই ফখরুলের বিরুদ্ধেও নানা অভিযোগ করেন স্থানীয়রা। একই সঙ্গে নিহত আবদুল মতিন ভালো লোক ছিলেন বলেও দাবি করা হয়। এলাকাবাসীর ভাষ্য, পুলিশের করা মামলার ভয়ে তিন গ্রাম পুরুষশূন্য। মামলার কারণে মতিনের পরিবারের পুরুষরা জানাজায়ও অংশ নিতে পারেননি।  পরে ডিআইজি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, মামলায় আসামি করা হলেও অযথা কাউকে হয়রানি করা হবে না। তদন্তের পর সব ঠিক হয়ে যাবে। কোনো পুলিশ সদস্য জড়িত থাকার বিষয়টি প্রমাণ হলে তাকেও ছাড় দেওয়া হবে না। প্রসঙ্গত, গত বুধবার বিকালে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামে আবদুল মতিন নামে এক পান দোকানিকে মাদক বিক্রেতা বলে ধাওয়া দিলে পানিতে পড়ে মারা যান তিনি। পরে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হন পুলিশ কনস্টেবল আরিফুর। তবে পুলিশ আবদুল মতিনকে মাদকাসক্ত উল্লেখ করে মামলা করেন।

সর্বশেষ খবর