সোমবার, ৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে বিদেশিরা’

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেছেন, মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে এবং একই জেলার গজারিয়ায় মেঘনা-গোমতী সেতু প্রকল্পে যেসব বিদেশি শ্রমিক কর্মরত আছেন তাদের কঠোর নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। এসব প্রকল্পে যারা কর্মরত আছেন তাদেরসহ জেলার প্রতিটি মানুষকে নিরাপত্তায় রাখা মুন্সীগঞ্জ পুলিশের অন্যতম কাজ। রবিবার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন তার নেতৃত্বে জেলার সব গণমাধ্যম কর্মীকে নিয়ে মুন্সীগঞ্জ পুলিশ জেলায় নাশকতা ও জঙ্গি তত্পরতার বিরুদ্ধে দুর্গ গড়ে তুলবেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং পাড়ায় মহল্লায় গড়ে ওঠা যুব সংগঠনে সঙ্গে প্রয়োজনে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে সেমিনারের ব্যবস্থা করবেন, জেলায় আইনশৃঙ্খলা রক্ষাসহ জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো, মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি কাজী সাব্বির আহম্মেদ দিপু, সাধারণ সম্পাদক নূপুর চৌধুরী, সিনিয়র সাংবাদিক আরিফ উল ইসলাম, মো. লাবলু মোল্লা, সোনিয়া হাবীব লাবণী, সেতু ইসলাম, হাসান জুয়েলসহ জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা। এর আগে জেলা প্রেসক্লাব সভাপতি কাজী সাব্বির আহম্মেদ দিপু, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সেতু ইসলামের নেতৃত্বে ও অনলাইন প্রেসক্লাব নেতা  মো. জাফর মিয়া, সমিত সরকার সুমন, হোসনে হাসানুল কবিরের নেতৃত্বে নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করা হয়।

সর্বশেষ খবর